নুসরাত হত্যা: মকসুদের রিমান্ড শুনানি সোমবার

ফেনীর সোনাগাজী ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলার অন্যতম আসামী সোনাগাজী পৌর কাউন্সিলর মকসুদুল আলম ও তার সহযোগী মো. জাবেদকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মকসুদুল আলম গ্রেফতার

পিবিএ,ফেনী: ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি গ্রেফতারকৃত পৌর কাউন্সিলর মকসুদ আলমের রিমান্ড শুনানি আগামী সোমবার অনুষ্ঠিত হবে।

শুক্রবার সন্ধ্যায় ফেনীর মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতের জ্যেষ্ঠ বিচারক তানিয়া ইসলাম এ আদেশ দেন।

আদালত সূত্রের বরাত দিয়ে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট হাফেজ আহাম্মদ জানান, ফেনীস্থ পিবিআইয়ের উপ-পরিদর্শক, মামলাটির তদন্ত কর্মকর্তা শাহ আলম আজ শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে মকসুদকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় বিচারক আগামী সোমবার তাঁর রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

এর আগে পিবিআইয়ের একটি দল রাজধানীর ফকিরাপুলের একটি আবাসিক হোটেল থেকে মকসুদ আলমকে গ্রেপ্তার করে। তিনি সোনাগাজী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও চরগণেষ এলাকার মৃত আহসান উল্যাহর ছেলে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...