পিবিএ ডেস্ক: বিজিপিকে ঠেকাতে দিল্লিতে আম আদমি পার্টির সাথে জোট করতে চেয়েছিলেন কংগ্রেস সভাপতি,কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। এজন্য কংগ্রেস নেতারা দায়ী করছেন আম আদমি প্রধান কেজরিওয়ালকে।
বেশ কয়েকমাস ধরে দড়ি টানাটানি চলার পর অবশেষে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শেষ হওয়ার পরদিন শুক্রবার কংগ্রেস জানিয়ে দিল যে, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সঙ্গে জোট করবে না তারা। আরও ছ’দফা ভোট এখনও বাকি। খবর এনডিটিভির।
কংগ্রেস নেতা পিসি চাকো আজ জানালেন, দিল্লিতে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে একটি সমঝোতা প্রায় হয়েই গিয়েছিল। যেখানে আম আদমি পার্টির লড়াই করার কথা ছিল চারটি আসন থেকে এবং কংগ্রেসের লড়াই করার কথা ছিল তিনটি আসন থেকে। কিন্তু সেই সমঝোতা আর দিনের আলো দেখল না। তাঁর কথায়, জোটের জন্য বহুবার চেষ্টা করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কিন্তু আম আদমি পার্টি নিজেদের গোঁ ধরে রাখার ফলে তা আর সম্ভব হল না।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আম আদমি পার্টির সঙ্গে জোটের ব্যাপারে আলোচনার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। রাজনৈতিকভাবেই এই জোটটার প্রয়োজন ছিল বিজেপিকে হারানোর জন্য।
তিনি আরও জানান, আম আদমি পার্টি জানিয়েছিল, জোট করলে শুধু দিল্লিতেই নয়, হরিয়ানা এবং পাঞ্জাবেও জোট করতে হবে। তিনি বলেন, “একটা জিনিস তো বুঝতে হবে যে, সব রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সমান নয়। তা হয় না কখনও। আম আদমি পার্টি এবং কংগ্রেসের জোটের জন্য দিল্লি ছিল আদর্শ। আমরা একটি সমঝোতা নিয়েও পৌঁছেছিলাম ওঁদের কাছে। অথচ, ওঁরা হরিয়ানা এবং অন্য রাজ্যেও জোট করার দাবি করে বসল। এটা তো বাস্তবসম্মত দাবি নয়। এই দাবি মানার পরেও খুব ফলপ্রসূ কিছু হবে বলেও মনে হয় না। তবু, একটা কথা বলি, সব দিক মেনে নিলে, আম আদমি পার্টির সঙ্গে আমরা আজকেও জোট করতে প্রস্তুত”।
পিবিএ/এএইচ