টাকা আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান অপসারণ

পিবিএ, দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম রসুল ওরফে বাবুকে দুস্থ নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডি (ভালনারেবলগ্রুপ ডেভেলপমেন্ট) চাল আত্মসাতের অভিযোগে জেলে প্রেরণ করার কয়েকদিন পরেই দুর্নীতির দায়ে অপসারণ করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবু তাহের মুহাম্মদ জাবের স্বাক্ষরিত ৬ জুলাইয়ের এক চিঠিতে ওই চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। দিনাজপুরের জেলা প্রশাসক এবং এলজিএসপি-২ (ফিল্ড অপারেশন) উপপ্রকল্প পরিচালককে ওই চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহারুল ইসলাম ইউপি চেয়ারম্যান গোলাম রসুলকে অপসারণের সত্যতা নিশ্চিত করেছেন।
চিঠিতে জানানো হয়, স্থানীয় সরকার সহায়তা প্রকল্প-২-এর (এলজিএসপি) ২০১২-১৩ অর্থবছরে বরাদ্দ অর্থ থেকে ভুয়া প্রকল্প দেখিয়ে তিন লাখ এক হাজার টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

পিবিএ/এসআর/হক

আরও পড়ুন...