কেন শীর্ষ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান নেই, জানতে চান ম্যাজিস্ট্রেট

পিবিএ,ফেনী: ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার পর নতুন করে আলোচনায় এসেছে ওই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি। ফেনীতে হওয়া বিভিন্ন অনিয়ম নিয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জেলার সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন । তার স্ট্যাটাসটি পিবিএ পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো:

নুসরাতের হত্যা নিয়ে আমাদের বিবেক জাগ্রত হবে বলে মনে হয়েছিল। হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী ফেনীর সিন্ডিকেট ভেংগে দিবেন বলে মনে হয়েছিল। তাও হবে কি না জানিনা।

অনলাইনে আমাকে আক্রমন করছেন অনেকে। তাদের নেতৃত্ব দিচ্ছেন জিয়াউল আলম মিস্টার। এই মিস্টার তিনটি মাদক তালিকাতেই শীর্ষ মাদক ব্যবসায়ী।

অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি তালিকা (২০১৪) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুটি তালিকা ( ২০১৬ ও ২০১৭) এই তিন তালিকাতেই স্পষ্ট করে লেখা ” মিস্টার ফেনী সদর উপজেলার মাদক ও অস্ত্র ব্যবসার মূল নিয়ন্ত্রক।” এই মিস্টারের প্রধান সহযোগী মাসুদের ওখানে যখন আমি অভিযান করি তখন সে আমার বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছিলো, বলেছিলো মাসুদ ও সে চক্রান্তের শিকার। আমার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল। অথচ, এই মাসুদের দেড় কেজি হেরোইন ও ২৯ পিস বুলেট আমি আটক করি যা সম্ভবত ফেনীর ইতিহাসে সবচেয়ে বড় চালান। সে আদালতে স্বীকারোক্তিও দিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী আপনি খবর নিন, মিস্টারদের বিরুদ্ধে সোহেল রানা ছাড়া গত তিনবছরে আর কেউ অভিযান পরিচালনা করেছেন কি না? কোন পুলিশি অভিযান হয়েছে কি না?

এই মিস্টার এখন বিভিন্নজনকে ওসি রাশেদের পোস্ট শেয়ার করার জন্য বলছে।

মাননীয় প্রধানমন্ত্রী, যতদিন এসব লোক
বঙ্গবন্ধুর নামে স্লোগান দিবে ততদিন এই দেশ স্বাধীন বলে আমি বিশ্বাস করি না। ফেনীতে এদের ভয়ে কেউ মুখ খুলতে চায় না। এরা আমাকে অপমান করে করুক, আমার কিছু আসে যায় না। তবে, আপনি খতিয়ে দেখুন দুর্নীতিবাজ অফিসারদের নিয়ে এদের আস্ফালন, কি দানবাকৃতি। যদি, আমি ভুল হই তবে আমাকে চাকরিচ্যুত করুন। আর যদি আমি ঠিক হই, আপনি রক্ষা করুন ফেনীকে। দয়া করে জিজ্ঞেস করুন, মাদক তালিকায় যারা শীর্ষে তাদের বিরুদ্ধে কেন কোন অভিযান নেই?

আর তা না হলে , আরো অনেক নুসরাত দেখার প্রস্তুতি আমাদের নিতে হবে।

পিবিএ/এমএস

আরও পড়ুন...