পিবিএ,ঢাকা: রাজধানী ঢাকাতে পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৪ ঘন্টায় ৫৯ মামলায় ৮৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা মাদক রাখা ও সেবনের দায়ে অভিযুক্তবলে জানা গেছে।
১২ এপ্রিল, ২০১৯ সকাল ছয়টা থেকে ১৩ এপ্রিল সকাল ছয়টা পর্যন্ত ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে।
এসময়
গ্রেফতারকৃদের কাছ থেকে ৬৪৯১ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৬৯ গ্রাম ৫৯৪৪ পুরিয়া হেরোইন, ২ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১২ বোতল ফেন্সিডিল ও ৪০ টি ইনজেকশন উদ্ধার করা হয়।
পিবিএ/ডিএমপি/হক