পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ বালি টানা ট্রাকায় চাপায় ৫ বছরের অনিক নিহত।সে কীর্ত্তিনগর উত্তরপাড়া গ্রামের লিটন হোসনের ছেলে।

কাতলাগাড়ী পুরাতন বাজারে এ দূর্ঘটনা ঘটে, শিশু অনিক ঘটনাস্থেলই নির্মমভাবে নিহত হয়েছে বলে জানা গেছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পিবিএ/এটি/আরআই