নুসরাত হত্যার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন


পিবিএ,বাগেরহাটে: ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাগেরহাটে জেলা মহিলা পরিষদ।
শনিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাগেরহাট সদর উপজেলার নবনির্বাচিত ভাইচ-চেয়ারম্যান রিজিয়া পারভিনের সঞ্চলনায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বাগেরহাট প্রেসক্লাব, সরকারি পিসি কলেজ,শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা ও জেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দরা এ মানবন্ধনে একাত্বতা প্রকাশ করে অংশনেয়। এ মানবন্ধনে উপস্থিতিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি রহিমা জলিল,কোষাদক্ষ তহমিনা বেগম মিনু,প্রচার সম্পাদক নাদিরা আকরাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, জেলা শিক্ষা সহকারী পরিদর্শক রবিউল ইসলাম, এ্যাডভোকেট মিলন ব্যানার্জী, ডাকুয়া মুনসুর আলী, লুনা সিদ্দিকী, বেসরকারি উন্নয়ন সংস্থার শাপলা ফুলের নির্বাহী পরিচালক রেহানা আক্তার লাকী, বাঁধন মানব উন্নয়ন সংস্থারপরিদর্শক একশন এইডের আসমাউল হুসনা, গাঙচিল সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক কবি তৈফুন নাহার, বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ফারহানা আক্তার, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিচাঁদ বিশ^াস, সরকারী পিসিকলেজের শিক্ষর্থী অনন্যা, রেজাউল, সাজ্জাদ হোসেন. তন্নি আক্তার, রুমা আক্তার, আয়শা সিদ্দিকা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গুটিকয়েক শিক্ষকদের এহেন কর্মকান্ডের ফলে সকল শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের আস্থা হ্রাস পাচ্ছে। এ কারনে আমাদের শিশু সন্তানেরা ভয়ে ঘরমুখো হয়ে পড়ছে। আমরা রাফি হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানাচ্ছি।

পিবিএ/এসএইচ/হক

আরও পড়ুন...