সিলেটে গণপূর্ত’র নির্বাহী প্রকৌশলীসহ তিন জনের বিরুদ্ধে মামলা

পিবিএ,সিলেট: নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় গণপূর্ত অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী সহ তিন জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।,নিহত শ্রমিকের নাম , মো. মোস্তফা মিয়া (৪৮)।তিনি গাইবান্দা জেলার সদর উপজেলার রুপাবান্দা গ্রামের গাউসুল মিয়ার ছেলে। শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে নির্মাণ শ্রমিকের লাশ তার পরিবারের নিকট থানা পুলিশ হস্তান্তর করেছে।
মামলার আসামীরা হলেন, গণপূর্ত অধিদফতর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আয়ন আবিল, ষ্টার লাইন প্ল্যানার টাওয়ারের ঠিকাদার আবদুল হামিদ, সাইট ম্যানেজার আল আমিন। মামলার বাদী হয়েছেন নিহত নির্মাণ শ্রমিকের চাচাত ভাই রফিক মিয়া।
শুক্রবার রাত সারে ১২টায় সুনামগঞ্জ সদর মডেল থানায় বাদী হয়ে নিহতের চাচাত ভাই নিরাপক্তার ঘাটতি ও অবহেলা জনিত কারনে তার ভাইয়ের মৃত্যুর দায়ী হিসাবে ওই তিন জনকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করেছেন।,
মামলা ও নিহতের পারিবারীক সুত্রে জানা যায়, গণপুর্ত অধিদফতর সুনামগঞ্জের তত্বাবধানে ঠিকাদারী প্রতিষ্ঠান ষ্টার লাইন প্ল্যানার টাওয়ারের একজন নির্মাণ শ্রমিক হিসাবে অন্যান্য শ্রমিকদের সাথে শুক্রবার সুনামগঞ্জ আদালত চত্বরে একটি নির্মাণাধীন ভবনের ৮ম তলায় ছাদ ঢালাইয়ের কাজে ছিলেন শ্রমিক মোস্তফা মিয়া।
ওই দিন বিকেলে ঢালাই কাজে থাকা অবস্থায় কোন ধরনের শ্রমিকদের কাজের নিরাপক্তা ব্যবস্থা না থাকায় ৮ম তলার ছাদ ঢালাই কাজে থাকা অবস্থায় নিচে পড়ে গিয়ে শ্রমিক মোস্তফা মিয়া ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে রাতেই মর্গে পাঠায়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ শনিবার বলেন, ছাদ ঢালাই কাজে শ্রমিকদের যতটুকু নিরাপক্তা ব্যবস্থা নেয়ার দরকার ছিল সেক্ষেত্রে সংশ্লিষ্ট কতৃপক্ষ অবহেলা করেছেন, যার ফলে ওই শ্রমিক ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করায় অবহেলা জনিত কারন দেখিয়ে গণপূর্ত’র নির্বাহী প্রকৌশলী সহ তিন জনের বিরুদ্ধে নিহতের ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।’

পিবিএ/এইচএ/হক

আরও পড়ুন...