গাইবান্ধায় নারীমুক্তি কেন্দ্রের বিক্ষোভ ও সমাবেশ

পিবিএ,গাইবান্ধা: ফেনীর অগ্নিদগ্ধ নুসরাত রাফিসহ দেশব্যাপী সকল নারী শিশু হত্যাকারী ও যৌন নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এসে শেষ করে ১নং ট্রাফিক মোড়ে সমাবেশ করে। শনিবার দুপরে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা আয়োজনে এই সব অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার সভাপতি রোকেয়া খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, শামীম আরামিননা, পারুল বেগম প্রমুখ।
বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে একের পর এক ধর্ষণ, খুনের বীভৎস ঘটনা ঘটছে। ফলে আজকের নারীর উপর নেমে এসেছে সর্বগ্রাসী আক্রমন। এসবের বিরুদ্ধে সামাজিকভাবে গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। বক্তারা আরো বলেন, ফেনীর মাদরাসা ছাত্রী অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফির হত্যাকারী ও ধর্ষক অধ্যক্ষ সিরাজসহ সকল নির্যাতনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

পিবিএ/এমএস/হক

আরও পড়ুন...