মামলা তুলে না নেওয়ায় সাবেক স্ত্রীর পিতারঘরে অগ্নিসংযোগ

পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার শায়েস্তানগর গ্রামে তালাক প্রাপ্ত স্ত্রী কর্তৃক দায়ের করা মামলা প্রত্যাহার না করায় স্ত্রীর পিতার ঘরে অগ্নিসংযোগের অভিযোগ ওঠেছে সাবেক স্বামী মোশারফ হোসেনের বিরুদ্ধে। এঘটনায় সেনবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জানাগেছে, উপজেলার শায়েস্তানগর গ্রামের দই ফরিদ মাষ্টারের বাড়ির আবুল কাশেমের মেয়ের সঙ্গে বিয়ে একই গ্রামের মুসলিম পাটোয়ারী বাড়ির শহিদ ছেলে মোশাররফ হোসেনের সঙ্গে বিয়ের পর থেকে মোশাররফ বিভিন্ন অজুহাতে শ্বশুর বাড়ি থেকে আড়াই লাখ যৌতুক আদায় করে।

নোয়াখালীর সেনবাগ উপজেলার শায়েস্তানগর গ্রামে তালাক প্রাপ্ত স্ত্রী কর্তৃক দায়ের করা মামলা প্রত্যাহার না করায় স্ত্রীর পিতার ঘরে অগ্নিসংযোগের
স্ত্রীর পিতারঘরে অগ্নিসংযোগ

এরপরও আরো ৫০ হাজার যৌতুক দাবী করে। এঘটনার পর অতিষ্ঠ ফিরোজা খাতুনের সঙ্গে মোশাররফের ছাড়া ছাড়ি হয়ে যায় এবং ফিরোজা মোশাররফের বিরুদ্ধে নোয়াখালীর আদালেেত মামলা দায়ের করে।

এরপর থেকে মোশাররফ মামলা তুলে নিতে ফিরোজাকে এসিড মেরে ঝলসে দেওয়া ও বসতঘরে আগুল লাগিয়ে দেওয়ার হুমকি দমকি দিচ্ছিল। এরপর বৃহস্পতিবার রাতে ফিরোজার পিত্রালয়ের রান্নাঘরে আগুন লাগিয়ে দেয়। এসময় বাড়ির লেকজন চিৎকার দিলে মোশাররফতার ব্যবহৃত হাতের মোবাইল ফোন পেলে পালিয়ে যায়।

 

পিবিএ/জেএ/আরআই

আরও পড়ুন...