লামায় দরিদ্র পরিবারদের মাঝে বিনামূল্যে গবাদিপশু বিতরণ

মো. নুরুল করিম আরমান, লামা: বান্দরবানের লামা উপজেলার ১৭৬ দরিদ্র পাহাড়ি ও বাঙ্গালী পরিবার পাচ্ছেন বিনামূল্যের ২৫০টি গবাদিপশু। দরিদ্র মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষে উপজেলার রুপসীপাড়া, সদর ও ফাঁসিয়াখালী ইউনিয়নের ১৬টি পাড়ায় এসব গবাদিপশু বিতরণের উদ্যোগ নেয় বেসরকারী সংস্থা কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্প।

শনিবার বিকালে রুপসীপাড়া ইউনিয়নের নয়াপাড়ায় বিতরণ অনুষ্ঠানে প্রাণী সম্পদ অধিদপ্তরের ভি.এফ.এ মো. ইসমাইল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুকুমার দেওয়ানজী, প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার, কারিতাস স্যাপলিং প্রকল্পের মাঠ কর্মকর্তা জুয়েল মজুমদার, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিতরণকৃত গবাদিপশুর মধ্যে রয়েছে ছাগল ও শুকর। প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার বলেন, দরিদ্র মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষে দরিদ্র পরিবারের মাঝে গবাদি পশু বিতরণের উদ্যোগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে ৭৬টি পরিবারের মাঝে ৯৫টি ছাগল ও শুকর বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকী পরিবারগুলোর মধ্যেও গবাদি পশু প্রদান করা হবে বলেও জানান তিনি।

 

পিবিএ/হক

আরও পড়ুন...