আজ হায়দ্রাবাদের একাদশে পরিবর্তন আসছে

পিবিএ, খেলাধুলা : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজকের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এই ম্যাচে তাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশ সময় রাত ৮:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

পয়েন্ট টেবিলে সবার উপরে ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু টানা দুই হার এখন তাদের ঠেলে দিয়েছে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। আজকে দিল্লির বিপক্ষে তাই সানরাইজার্সের একাদশে আসতে পারে পরিবর্তন। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন আজকে একাদশে ফিরতে পারেন। বাদ হবেন মোহাম্মদ নবি।

আজকের ম্যাচে সানরাইজার্সের সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, ভিজয় শঙ্কর, মানিশ পান্ডে, দ্বিপক হুদা, ইউসুফ পাঠান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দ্বীপ শর্মা, সিদ্ধার্থ কুল।

পিবিএ/এমএস

 

আরও পড়ুন...