পিবিএ,টাঙ্গাইল: টাঙ্গাইলে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। রবিবার সকালে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার শফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তে এ তথ্য জানান। ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে শহরের দেওলা এলাকার থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রফিক (২৮) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার রাজাবাড়ী গ্রামের আতাহার আলীর ছেলে। এসয় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবাম ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রফিক দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসা করে আসছে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
পিবিএ/এমআর/আরআই