নোয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আহত ৫

পিবিএ,নোয়াখালী: নোয়াখালী সদরে সড়ক দূর্ঘটনায় ৫ সিএনজি অটোরিক্সার যাত্রী আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার সোনাপুর-হাতিয়ার চেয়ারম্যান ঘাট সড়েকর বাদামতলী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। জানা গেছে, দুপুরে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিক্সা সোনাপুর যাচ্ছিলো। পথে বাদামতলী নামক স্থানে পৌঁছলে সিএনজি অটোরিক্সাটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ৫ যাত্রীই আহত হয়।

নোয়াখালী সদরে সড়ক দূর্ঘটনায় ৫ সিএনজি অটোরিক্সার যাত্রী আহত হয়েছেন।
সড়ক দূর্ঘটনা

স্থানীয়রা উদ্ধার করে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে ড্রাইভার সুমন ও যাত্রী হাসানের অবস্থা আশঙ্কাজনক। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহি উদ্দিন আব্দুল আজিম জানান, বেলা ১২ টার দিকে সড়ক দূর্ঘটনায় আহত ৫ যাত্রীকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে নোয়াখালী সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দূর্ঘটনা কবলিত সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে।

পিবিএ/ইএনই/আরআই

আরও পড়ুন...