শেরপুর যেভাবে বাংলা নববর্ষকে বরণ করলো

পিবিএ,শেরপুর: উৎসব মুখর পরিবেশে ব্যাপক কর্মসূচির মাধ্যমে শেরপুরে বাংলা নববর্ষ ১৪২৬ কে বরণ করা হয়েছে। রোববার সকালে ডিসি উদ্যানে জেলা প্রশাসনের আয়োজনে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রায় জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমসহ জেলার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

অপর দিকে জেলার নকলা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল শোভাযাত্রায়, উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম সোহাগ, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা তারিন, নকলা থানার ওসি কাজী শাহ নেওয়াজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, আলু বীজ হিমাগারের উপপরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী বিভূতী মোহন পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেন, সরকারী হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, প্রাক্তন প্রধান শিক্ষক মজিবর রহমান, নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব প্রমুখ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রায় শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থীসহ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।

পিবিএ/এনআই/জেআই

আরও পড়ুন...