ফেসবুক ব্যবহারে সমস্যার মুখোমুখি হচ্ছেন গ্রাহকেরা

পিবিএ ডেস্ক: ফেসবুকসহ এসব মাধ্যম ব্যবহারে সমস্যার মুখোমুখি হচ্ছেন গ্রাহকেরা। প্রযুক্তিগত সমস্যার কারণে বিশ্বব্যাপী জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটস অ্যাপ বন্ধ হয়ে গেছে।

রোববার (১৪ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

facebook

খবরে বলা হয়, বাংলাদেশ সময় রোববার দুপুরের দিকে এশিয়ার দেশ মালয়েশিয়া, ইউরোপের কয়েকটি দেশের ব্যবহারকারী এবং যুক্তরাষ্ট্রের একটি অংশের ব্যবহারকারীরাও ফেসবুক বন্ধ হয়ে যাওয়ার কথা জানিয়েছেন। অনেকে টুইটারে এ নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট দিতে শুরু করলে বিষটি জানাজানি হয়।

বিকেলে পাঁচটার পর থেকে এ সমস্যার মুখোমুখি হওয়ার কথা জানাচ্ছেন বাংলাদেশের ব্যবহারকারীরাও।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, প্রযুক্তিগত সমস্যার কারণেই ফেসবুক ও হোয়াটস অ্যাপ এবং ইনস্টাগ্রাম বন্ধ হয়ে গেছে।

পিবিএ/জেআই

আরও পড়ুন...