পিবিএ,ডেস্ক: নিখোঁজের তিন দিন পর সাভারে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার লাশ ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস; যাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। নিহত হুমায়ুন কবির সরকার (৪০) তেতুঁলঝোড়া এলাকার রাজফুলবাড়ীয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং তেতুঁলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, এ ঘটনায় নিহতের ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২১ জনের নামে থানায় মামলা দায়ের করেছেন।
নিহতের স্ত্রী শিল্পী বেগম বলেন, বৃহস্পতিবার বিকালে স্থানীয় আমিনুল, পারভেজ, আলম, আলমগীর, শুকুর ও হান্নান তার স্বামীকে মোবাইলে ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে স্থানীয় মাছ বাজারে নিয়ে গিয়ে ১০ থেকে ১২ জন মিলে কুপিয়ে হত্যার চেষ্টা করে।
“স্থানীয়রা আমাকে জানায় যে, এ সময় তাদের হাত থেকে বাঁচতে কবির পাশের ধলেশ্বরী নদীতে ঝাঁপ দেয়। পরে হামলাকারীরা ট্রলারে করে নদীতে গিয়ে তাকে কুপিয়ে এবং টেঁটা দিয়ে খুঁচিয়ে হত্যা করে লাশটি ডুবিয়ে দেয়।”
এ ঘটনায় ওই নৌকার মাঝি ও তার সহকারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে; প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের বিষয়ে জবানবন্দীও দেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা। তবে তদন্তের স্বার্থে আটক বাকিদের নাম জানাতে রাজি হননি ওসি।
পিবিএ/আরআই