পিবিএ,চট্টগ্রাম: ‘থানার কাছ দিয়ে কানাও হাঁটে না’ এ কথা মিথ্যে প্রমাণ করেছে কোতোয়ালী থানা। হারানো, নিখোঁজসহ সাধারণ ডায়েরি (জিডি), হামলার অভিযোগ, মামলা নানা কাজে যারাই এসেছেন কেউ খালি মুখে ফেরেনি। সবাইকেই গ্রামবাংলার আবহমানকালের ঐতিহ্যবাহী পিঠাপুলি, মুড়ি-মুড়কি, মোয়া, নারকেলের নাড়ু দিয়ে আপ্যায়ন করানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিনের উদ্যোগে ব্যতিক্রমী এ আয়োজন মুগ্ধ করেছে সেবাপ্রত্যাশীদের।
ওসি মহসিন জনবান্ধব পুলিশিং তথা জনসাধারণের মধ্যে থানা ভীতি কাটানোর জন্যই তিনি নববর্ষে এই ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, ছুটির দিন থাকায় সেবাপ্রত্যাশী ছিলেন কম। তবুও শতাধিক সেবাপ্রত্যাশীকে আমরা নববর্ষের শুভেচ্ছা জানাতে পেরেছি। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত আমরা কাউকে খালিমুখে যেতে দিইনি।
তিনি জানান, সেবাপ্রত্যাশীদের আপ্যায়নের পাশাপাশি থানার কর্মকর্তা-কর্মচারীদের পান্তা ইলিশ খাওয়ানো হয়েছে।
পিবিএ/এএইচ