প্রকাশ্যে ব্যবসায়ী খুন

সাভারে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
ব্যবসায়ী খুন

পিবিএ,ডেস্ক: সাভারে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সাভার বাসস্ট্যান্ডের চৌরুঙ্গী মার্কেটের পাশে বিরুলিয়া রোডে রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোহসিন খান (২৪) সাভারের পানধোয়া এলাকার সিরাজ খানের ছেলে । তিনি কাঁচামালের ব্যবসা করতেন। সাভার মডেল থানার এসআই আবিদ হোসেন বলেন, দুর্বৃত্তরা মোহসিনকে কুপিয়ে জখম করে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। “তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।” এ হত্যাকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এসআই।

পিবিএ/আরআই

আরও পড়ুন...