পিবিএ,ফেনী: ফেনী সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যাকারী আসামীদের বিচারের দাবীতে সোমবার দুপুরে ফেনী জেলা জজ আদালত ভবন প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করেছে ফেনী জেলা সর্বদলীয় আইনজীবীরা। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট শাহাব উদ্দিন আহম্মদের সভাপতিত্বে এডভোকেট মেছবাহ উদ্দিন মোর্শেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন এডভোকেট মেছবাহ উদ্দিন খান, আনোয়ারুল করিম ফারুক, মাহফুজুর রহমান, শহিদুল ইসলাম সেলিম, পার্থ পাল চৌধুরী, কায়কোবাদ সাগর, নুরুল আফসার চৌধুরী মুকুল, সালেহ উদ্দিন শিমুল, মোঃ জাহিদ হোসেন (কমল) সহ অন্যান্য সদস্যগণ।
এ সময় বক্তারা সোনাগাজী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির বর্বর হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামীদের সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত কঠিন শাস্তি প্রদানের দাবী জানান।
এদিকে নুসরাত জাহান রাফির নির্মম হত্যাকান্ডের সাথে জড়িত সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মুকছুদুল আলম আলমকে আজ আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীর ১০দিনের রিমান্ড আবেদন করেন, আদালত আসামীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পিবিএ/জেডকে/হক