পিবিএ,বেনাপোল: যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ০৯ এপ্রিল (মঙ্গলবার) বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে বিপুল পরিমান ইমিটেশন জুয়েলারী আটক করেছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল আমড়াখালী চেকপোস্ট দিয়ে আমদানী/রপ্তানীর নথিভূক্ত বহির্ভূত বিপুল পরিমান ভারতীয় ইমিটেশন জুয়েলারীর চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অনাঃ উপঃ পরিচালক মোঃ জামিরুল হক চৌধুরী এর নেতৃত্বে একটি তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আমড়াখালী চেকপোষ্টের সামনে হতে ০৩ টি কাভার্ড ভ্যান তল্লাশী করে আমদানী/রপ্তানীর নথিভূক্ত বহির্ভূত বিপুল পরিমান ভারতীয় ইমিটেশন আংটি, লকেট, বালা, নুপুর, টিকলী, শাখা চুড়ি, শংখ, পিতলের থালা উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা(পিএসসিএসি) জানান, আমড়াখালী চেকপোস্ট দিয়ে আমদানী/রপ্তানীর নথিভূক্ত বহির্ভূত বিপুল পরিমান ভারতীয় ইমিটেশন জুয়েলারীর চালান আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১,৭৫,৮৫,০০০/- (এক কোটি পচাত্তর লক্ষ পঁচাশী হাজার) টাকা। আটককৃত অবৈধ চোরাচালানী পণ্য বেনাপোল কাষ্টম্স এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পিবিএ/এসএন/হক