মগবাজারের কাজী অফিস গলির আগুন নিয়ন্ত্রণে

পিবিএ,ঢাকা: রাজধানীর মগবাজারের কাজি অফিসের গলির একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর নেভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ জানিয়েছেন, বিকাল ৩ টা ৩০ মিনিটের দিকে কাজি অফিস গলির ১১৬ নম্বর বাড়ির নীচ তলায় আগুন লাগে।

আগুনের সূত্রপাত ও এতে হতাহতের খবর এখনও জানা যায়নি।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...