মানিকগঞ্জে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

rape
পিবিএ, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইরে বিয়ে প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় নাছির উদ্দিন নামে একব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
সোমবার দুপুরে আসামীর অনুপস্থিতিতে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এই রায় প্রদান করেন।
মামলার রাষ্ট্র পক্ষের কৌঁশলী পিপি নুরুল হুদা রুবেল জানান, ২০১০ সালের ১৯ জানুয়ারী মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চর আটিপাড়া গ্রামের শামসুল হকের ছেলে দন্ডপ্রাপ্ত আসামী নাছির উদ্দিন প্রতিবেশী এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোর করে একাধিকবার ধর্ষণ করে। এতে কিছুদিন পর ওই কিশোরী সন্তান সম্ভবা হয়ে পড়ে। বিষয়টি জানাজানির পর সামাজিক ভাবে সুরাহার চেষ্টা করা হয়। সুরাহা না হওয়ায় আদালতে মামলা করা হয় । মামলায় মোট ৮ জনের সাক্ষ্য গ্রহন করেন।
আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর (গ) ধারার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন আসামী নাছির উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা অর্থদন্ডের রায় ঘোষনা করেন।
পিবিএ/এমআইএম/জেডআই

আরও পড়ুন...