দাগনভূঞার প্রতিবন্ধী শিশু এখন চিত্রশিল্পী

daagonbhuiyan

পিবিএ, নোয়াখালী: জন্ম থেকেই দুটি হাত নেই ছোট্ট শিশু মুনায়েমের। কিন্তু তাতে কি? পথ চলা থেমে যায়নি তার। অন্য সব স্বাভাবিক শিশুর মতই সে সব কাজ করে চলছে।
৭ বছর বয়সী এই মুনায়েম ফেনী জেলার দাগনভুঞা থানার মিদ্দার হাটের তাজ মোহাম্মদ ভূূূঞা বাড়ীর কামাল উদ্দিনের পূত্র। দুই সন্তানের মধ্যে মুনায়েমই বড়।

তার পিতা-মাতার সাথে কথা বলে জানা যায়, জন্মের পর সন্তানের এমন অবস্থা দেখে পরিবারে যেন অমাবস্যার আধার নেমে আসে। পাড়া-প্রতিবেশীর তিরষ্কারমূলক কথা, সন্তানের ভবিষ্যতের চিন্তা। এ যেন তাদের পরিবারের জন্য অশান্তির কালো ছায়া।

ধীরে ধীরে মুনায়েমকে পা দিয়ে কোনো জিনিস ধরতে শেখানো হয়। এখন সে পা দিয়েই অন্য সব শিশুর মতই পড়ালেখা সহ সকল কাজ করতে পারে। এবং বর্তমানে দাগনভুঞা একাডেমীতে দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরতঃ বলেও জানা যায়।মুনায়েমের সাথে কথা বললে সে জানায়,এছাড়াও সে আঁকতে পারে ছবিও। এমনকি বিভিন্ন চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহন করে সফলতাও দেখিয়েছে।
ছোট্ট শিশু মুনায়েম জানায়, সে পড়ালেখা করে অনেক বড় হতে চায় এবং বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায়।

প্রতিবেশীদের সাথে কথা বললে তারাও তার উজ্জ্লল ভবিষ্যত কামনা করেন।

এদিকে বিদ্যালয়ের শিক্ষক মাইন উদ্দিন জানান, মুনায়েম খুবই ভালো ছাত্র। তার হাতের লিখাও অনেক সুন্দর। মুনায়েম প্রতিবন্ধী হলেও তাকে পাঠদানে বিদ্যালয়ের শিক্ষকদের কোনো সমস্যায় পড়তে হয় না বলেও জানান তিনি।

পিবিএ/আরইউ/হক

আরও পড়ুন...