পিবিএ,বেনাপোল: যশোরের শার্শা উপজেলার পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার দুপুর ১২ সময় ১৭ শিক্ষার্থী ও ২ শিক্ষক ম্যাস হিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়েছে। স্কুল চলাকালীন সময়ে ক্লাস রুমে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিভাবকদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
স্কুলের শিক্ষক মিজানুর রহমান জানান, স্কুল চলাকালীন সময়ে ম্যাস হিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়ে স্কুলের ১৭ জন ছাত্র ছাত্রী ও ২ শিক্ষক পর্যায় ক্রমে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। আক্রান্তরা ছটফট করতে থাকে। আহতদের দ্রুত হাসপাতালে নেয়া হয়। আশঙ্কাজনক হওয়ায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অশোক কুমার পিবিএ‘কে বলেন হাসপাতালে ১৯ জন ম্যাস হিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। শিগগির তারা সুস্থ হয়ে উঠবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল হাসপাতালে গিয়ে অসুস্থ শিক্ষক ও শিক্ষার্থীদের চিকৎসার খোঁজ খবর নিয়েছেন।
পিবিএ/এসএন/হক