বিনা প্রতিদ্বন্দ্বিতায় ময়মনসিংহ সিটির চালকের আসনে টিটু

পিবিএ,ময়মনসিংহ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হলেন ময়মনসিংহ সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গির আহমেদ সংবাদ সম্মেলনে করে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার বিকালে তিনি এই সংবাদ সম্মেলন করে প্রত্যাহার নিশ্চিত করেন।

উল্লেখ্য, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান সাবেক পৌর মেয়র ও বর্তমান সিটি করপোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু।

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের কেন্দ্র থেকে মেয়র পদে স্থানীয়ভাবে নাম চাওয়া হয়। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ মোট ৬ জনের নাম পাঠায়। এ ৬ জনের মধ্যে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইকরামুল হক টিটুর নামও ছিল।
পিবিএ/এএম

আরও পড়ুন...