জেনে নিন, চুলে মেহেদি ব্যবহারের সঠিক নিয়ম

mehedi-in-hear-PBA

পিবিএ ডেস্ক: চুল রাঙিয়ে ফেলতে মেহেদির বিকল্প নেই। চুলে প্রাকৃতিক লালচে আভা নিয়ে আসে মেহেদি। তাই, পিবিএ’র পাঠকদের জন্য তুলে ধরা হল চুলে সঠিকভাবে মেহেদি ব্যবহার করার নিয়ম।

মেহেদি পাতা অথবা মেহেদি গুঁড়া নিন। মেহেদি পাতা হলে বেটে নিন। এরপর মেহেদির সঙ্গে পরিমাণ মতো অ্যালোভেরা জেল মেশান। পরিষ্কার ও শুকনা চুলে মেহেদির মিশ্রণ লাগান। ৪ থেকে ৫ ঘণ্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।

চমৎকার প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে অতুলনীয় মেহেদি। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে চুল রক্ষা করে। চুলের বৃদ্ধি দ্রুত করে মেহেদি। চুল ঝলমলে করার পাশাপাশি চুলের গোড়া মজবুত করে। চুল অতিরিক্ত শুষ্ক হলে মেহেদি ঘন ঘন ব্যবহার না করলেই ভালো করবেন। চুল হাইলাইট করতে চাইলে মেহেদি কমপক্ষে আড়াই ঘণ্টা রাখতে হবে চুলে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...