ড্রাইভিং লাইসেন্স আসল কি না? যেভাবে জানবেন

পিবিএ,ঢাকা: ড্রাইভিং লাইসেন্সের সঠিকতা যাচাই এর সুবিধা এখন আপনার হাতের মুঠোয়। একটি মেসেজেই আপনি জেনে নিতে পারবেন ড্রাইভিং লাইসেন্সটি জাল না কি আসল।

সড়ক নিরাপত্তায় সকলকে আরও সচেতন হওয়ার জন্য সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এই সেবাটি চালু করেছে।

যেভাবে ড্রাইভিং লাইসেন্স যাচাই করবেন
> প্রথমে আপনার মোবাইলের মেসেজ টাইপ অপশনে গিয়ে টাইপ করুন DL V Driving Licence Number
> এবং মেসেজটি পাঠিয়ে দিন 26969 নম্বরে।
> এর পর আপনার নাম, জন্ম তারিখ, ড্রাইভিং লাইসেন্সের ধরন ও মেয়াদ সম্বলিত মেসেজ পাবেন।

গাড়িচালক নিয়োগ করার পূর্বে তার ড্রাইভিং লাইসেন্সের সঠিকতা যাচাই করুন। গাড়িতে ওঠার আগেও যাচাই করতে পারেন।

এই সুবিধাটি গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে বিআরটিএ কর্তৃপক্ষ।

পিবিএ/জেআই

আরও পড়ুন...