পিবিএ,মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর বাজারে আগুনে পুড়ে গেছে পাচঁটি দোকানঘর। বুধবার ভোরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
অগ্নিকান্ডের পর মানিকগঞ্জের ফায়ার সার্ভিস ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্তনে আনেন। এঘটনায় প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে বাজারের দোকানদাররা বলেছেন।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বুধবার ভোরে রাজিবপুর বাজারের একটি চায়ের দোকানে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে স্ট্রিল ও ডেকোরেশনের দোকান, ট্রাংক-বালতির কারখানাসহ বেশ কয়েকটি দোকান পুড়ে যায়।
খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়।
পিবিএ/এমআই/হক