নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার ডিপোকে জরিমানা

পিবিএ, নোয়াখালী: নোয়াখালী জেলার সদর উপজেলার সোনাপুরে অবস্থিত দুটি গ্যাসের সিলিন্ডারের ডিপোতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। দুপুরে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খানের নেতৃত্বে সুধারাম মড়েল থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহাও উপস্থিত ছিলেন।

বিস্ফোরক বিধিমালা ২০০৪ এ গৃহীত লাইসেন্সের শর্ত অনুয়ায়ী অতিরিক্ত সংখ্যক গ্যাস সিলিন্ডার মজুত করা, অগ্নি নির্বাপন ব্যবস্থা না রাখা, সংরক্ষণ স্থানের পর্যাপ্ত নিরাপত্তা না রাখা, মজুতকৃত গোডাউন বিধি অনুয়ায়ী নির্মাণ না করা ইত্যাদি প্রতিপালন না করা ও জানমালের নিরাপত্তা বিপন্নকারী কার্য করা এবং দায়িত্ব অবহেলার কারণে বন্ধু এল.পি.জি গ্যাস কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় ১ লাখ টাকা, আর.কে অটো ট্রেডার্স কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

পিবিএ/আরইউ/হক

আরও পড়ুন...