জানেন কি আজ ‘বিশ্ব কলা দিবস’

পিবিএ ডেস্ক: জানতেন, আজ বিশ্ব কলা দিবস?‌ জানতেন না তো। তাহলে নিশ্চয়ই এটাও জানেন না যে পাকা কলা, মানে যে কলার গায়ে কালো দাগ লেগে যায়, ভিতরটা মজে যায় সেটাই আপনাকে দিতে পারে বিশেষ শক্তি। জী হ্যাঁ, বিশ্ব কলা দিবসে তেমনই জানিয়েছেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন ফান্ড কর্তৃপক্ষ।

জানতেন, আজ বিশ্ব কলা দিবস?‌ জানতেন না তো।
‌’বিশ্ব কলা দিবস’

আজ সকালে একটি টুইট করে তাঁদের পক্ষ থেকে বলা হয়, সবুজ, হলুদ রঙের ভাল কলা তো আমরা বাজার থেকে কিনি। সেগুলো বাড়িতে রাখলে অনেক সময়েই কয়েকদিন বাদে তা পেকে যায়। কালো কালো ছোপ পড়ে যায়। কিন্তু সেগুলিই নাকি স্বাস্থ্যের দিক থেকে বেশি কাজের। তাই বাড়িতে পরে থাকা কলা পচা বলে ফেলে দেবেন না।

বরং সেগুলো পারলে এমনি খান, না হলে দুধের শেক বানিয়ে খান। কারণ এতে পুষ্টি অনেক বেশি। তাই পচা ভেবে পাকা কলা ফেলে না দিয়ে, সেটাই খেলে শরীরের লাভ অনেকটাই বাড়বে। ‌

পিবিএ/আরআই

আরও পড়ুন...