পিবিএ,হাটহাজারী: চট্টগ্রামের হাটহাজারীতে সুলতানা পারভীন মনি (২৪) নামে এক গৃহবধর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(১৭এপ্রিল) রাত ১০টায় উপজেলার গুমানমর্দন ইউনিয়নের কাটাখালি গ্রামের ওয়াসিম তালুকদার বাড়ির ওমান প্রবাসী আহাম্মদ কবিরের তৃতীয় তলা ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মনি ওই বাড়ির আহাম্মদ কবিরের ছেলে খোরশেদুল আলমের স্ত্রী ও একই ইউনিয়নের বালুখালী তিতা গাজী চৌধুরী বাড়ির মো. আলীর কন্যা।
সুত্রে জানা যায়, সাড়ে ৬ বছর আগে ওমান প্রবাসী আহাম্মদ কবিরের একমাত্র সন্তান খোরশেদের সঙ্গে পারভীনের বিয়ে হয়। পারভীন ছেলে কিয়াস (৪) ও কন্যা বিসমি (২) এবং ও শাশুড়ি দিলু আরা বেগমকে নিয়ে ভবনের নিচ তলায় বসবাস করতেন। শ্বশুর ও স্বামী বর্তমানে ওমানে অবস্থান করছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভবনের তৃতীয় তলার রান্নার কক্ষে সিলিং ফ্যানের রড়ের সঙ্গে মনিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে হাটহাজারী মডেল থানার এসআই হাবিবুর রহমান ও জসিম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। ঘটনার সময় মনির শাশুড়ি ঘরে ছিলেন না।
এসআই হাবিবুর রহমান পিবিএকে জানান, ভবনে তৃতীয় তলার রান্না ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলছিলেন পারভীনের লাশ। আমরা লাশ উদ্ধার করেছি। প্রকৃত ঘটনা উদাঘাটনের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারভীনের মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়।
পিবিএ/এফএস