পিবিএ,বিনোদন : নিজের সহজাত অভিনয় প্রতিভার কল্যানে ক্রমশ দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন মঞ্চ ও টিভি নাটকের অভিনেত্রী সাদিয়া মেহজাবিন। সম্প্রতি জেলেদের গল্প নিয়ে নির্মিত একটি ধারাবাহিক নাটকে অভিনয় করতে দেখা গেছে তাকে। নাটকের শিরোনাম ‘জলপুত্র’। এটি বর্তমানে দীপ্ত টিভিতে প্রচার চলছে।
জানা গেছে, নাটকটি হরিশংকর জলদাসের ‘জলপুত্র’ উপন্যাস থেকে নির্মাণ করা হয়েছে। এই নাটকের একটি বিশেষ চরিত্রের নাম কুসুমি। আর কুসুমি চরিত্রেই অভিনয় করেছেন সাদিয়া মেহজাবিন। নাটকটি নির্মাণ করেছেন পারভেজ আমিন। মূলত জেলেদের জীবনের গল্প নিয়ে এই নাটক। এতে তাদের প্রতিদিনের জীবনে ঘটা নানা টানাপোড়েন, সুখ-দুঃখ, প্রেম – ভালোবাসা, চাওয়া-পাওয়া সহ আরও অনেক কিছুই উঠে এসেছে।
আলোচনায় সাদিয়া মেহজাবিনজলপুত্র নাটকে অভিনয় প্রসঙ্গে সাদিয়া মেহজাবিন বলেন, আমার ভালো লাগার একটি গল্প এটি। জেলেদের জীবনী নিয়েই তৈরি। এতে অভিনয় করতে পেরে খুব ভালো লাগছে। আশা করছি নাটকটি দর্শকদেরও ভালো লাগবে।
নাটকটি দীপ্ত টিভিতে প্রতি রবিবার প্রচারিত হচ্ছে। এছাড়াও সাদিয়া মেহজাবিন অভিনীত বাঙ্গি টিভি ও ভিলেজ হুলস্থুল নামে দুটি ধারাবাহিক নাটক নাগরিক টিভি ও আরটিভিতে প্রচারিত হচ্ছে। সামনে আরও কয়েকটি নাটকের কাজ শুরু করবেন বলে জানান সময়ের এই আলোচিত অভিনেত্রী।
দৃষ্টিপাত নাট্য দলের কর্মী সাদিয়া মেহজাবীন টিভি নাটকে প্রথম অভিনয় করেন কমল চাকমা পরিচালিত আল্লারাখা নাটকে। এরপর অসংখ্য একক, ধারাবাহিক নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি।
সাদিয়া মেহজাবিন বলেন, সবাই বলে আমার চোখ দুটি সুন্দর এবং আবেদনশীল। আমাকে যদি গ্রামের মেয়ে বা বধূ সাজানো হয় তাহলে সাবলীল ও স্বাচ্ছন্দ্য অভিনয় দিয়ে আমি সবাইকে মুগ্ধ করে দিতে পারব। নিজের সপ্রতিভ শরীরি আবেদনের ব্যাপারে তিনি অনেক নিশ্চিন্ত।
চলচ্চিত্র শিল্পে এখন রয়েছে প্রচণ্ড প্রতিযোগিতা। সে প্রতিযোগিতায় নিজের শারীরিক সৌন্দর্য্য আর অভিনয় প্রতিভা দিয়ে টিকে থাকার জন্য সাদিয়া মেহজাবিন চলচ্চিত্রে অভিনয়ের জন্যে মুখিয়ে আছেন। এক্ষেত্রে তিনি মনে করেন, নতুন একজন চলচ্চিত্র অভিনেত্রীকে অবশ্যই মেধা, বুদ্ধি, যোগ্যতা, সর্বোপরি দর্শক মনোরঞ্জনের ক্ষেত্রে সমর্থ হতেই হবে। তবেই সে নিজের যোগ্যতা কাজে লাগিয়ে উঠে আসতে পারবে। সাদিয়া মেহযাবিনের মধ্যে সে সব উপাদান বিদ্যমান আছে বলে তিনি জানান।
এই অভিনেত্রীর প্রাত্যহিক জীবনাচার বিনোদন জগতের সমীকরণে সাজানোই বলা যায়। তবে চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে সাদিয়া বলেন, আমি শিথিল পোশাকে নিজেকে পর্দায় উপস্থাপন করতে পারব না। এক্ষেত্রে আমাদের সামাজিক জীবনটাকে দেখতে হবে। সমাজ যতটুকু গ্রহণ করবে ততটুকুতো আমাকে করতেই হবে। এর বাইরে অযৌক্তিক কিছু করতে পারব না। তবে সবার আগে চলচ্চিত্রে ভালো কিছু ছবিতে অভিনয়ের সুযোগ চান তিনি। এক্ষেত্রে তার বক্তব্য হলো – আমাকে ভালো সুযোগ দেওয়া হলে, নিশ্চয় সেটা কাজে লাগিয়ে উঠে আসতে পারব।
আলোচনায় সাদিয়া মেহজাবিনকথায় কথায় সাদিয়া মেহজাবীন জানান, তার আসল নাম সাদিয়া আফরিন। নাম বদলালেন কেন জানতে চাওয়া হলে তিনি বলেন, মিডিয়া জগতে আফরিন নামের মেয়েদের ছড়াছড়ি। স্বাভাবিকভাবেই আমি নিজের নামটি বদল করে আমার নিজস্ব পরিচিতির পথ তৈরি করেছি। এখান থেকেও আমার চরিত্রের একটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যাবে।
পিবিএ/এমএস