পিবিএ,নোয়াখালী: নোয়াখালীতে সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে চৌমুহনী-ফেনী সড়কের মোক্তার বাড়ীর সামনে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, চৌমুহনী থেকে ফেনীগামী একটি এম্বুলেন্স ঘটনা স্থলে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি কার্গোর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এম্বুলেন্সটি ধুমড়ে মুচড়ে যায়।
ঘটনা স্থলেই এম্বুলেন্সে থাকা ড্রাইভারের সহযোগী নিহত ও ড্রাইভার গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত ড্রাইভারকে উদ্ধার করে ফেনীর একটি হাসপাতালে ভর্তি করে। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে গিয়ে দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করেছি। হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
পিবিএ/ইএনই/আরআই