দিনাজপুরে সাংবাদিক লাঞ্চনায় বেরোবি সাংবাদিক সমিতির নিন্দা

পিবিএ, বেরোবি: দিনাজপুরের বীরগঞ্জে স্বপ্নতরী এগ্রো সার্ভিসেস লিমিটেড এর গ্রাহক হয়রানি ও প্রতারণার অনুসন্ধানী প্রতিবেদন সংগ্রহ করতে গিয়ে ডিবিসি নিউজের রংপুর স্টাফ রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত, বার্তা২৪.কম এর রংপুর স্টাফ করেসপন্ডেন্ট ফরহাদুজ্জামান ফারুক ও ক্যামেরা পারসন মহসীন আলীকে এর উপর ছাত্রলীগ নেতা অন্তুরের নেতৃত্বে সাংবাদিকদের মারধর ও ক্যামেরা ভাংচুর করে ছিনিয়ে নেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)। ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম বকুল এক বিবৃতিতে সাংবাদিকদের মারধর ও ক্যামেরা ভাংচুর করে ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িত দোষীদের দ্রুত গ্রেফতার ও আইনুযায়ী শাস্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিতে বেরোবিসারের নেতৃবৃন্দ বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা সাংবাদিকতার মত স্বাধীন ও পেশাকে প্রতিনিয়ত বাঁধার সৃষ্টি করছে। বাংলাদেশে সাংবাদিকদের লাঞ্চিত করা, সংবাদ সংগ্রহে বাঁধা, হত্যার হুমকি করা আজ আর নতুন নয়। এরকম ন্যাক্কারজনক কর্মকান্ড গুলোর বিচার না হওয়ার এর অন্যতম কারণ।
হামলাকারী যে দলেরই হোক না কেন, আমরা কর্তৃপক্ষের কাছে তাদেরকে প্রচলিত আইনে বিচারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস) নেতৃবৃন্দ আহত সাংবাদিকদের প্রতি সমবেদনা জানান।
এতে অবিলম্বে ছিনিয়ে নেওয়া ক্যামেরা উদ্ধারের আহবান জানান তারা।

পিবিএ/এনএইচ/হক

আরও পড়ুন...