বড়ালনদী পুনরুদ্ধারে মতবিনিময় সভা

রাজশাহী

পিবিএ,রাজশাহী: আগামী ৪ মে বড়াল কনভেনশন কে সামনে রেখে বড়াল নদী পুনরুদ্ধারে এক কর্মসূচী বাস্তবায়ন হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী পদ্মাা শাখা বড়াল নদীর পুনরুদ্ধারে চারঘাট উপজেলার থানাপাড়া সোয়ালজে ডেভেল্পাম্যেন্ট সোসাইটিতে (টিএসডিএস) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ নাজমুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্লু প্লান্ট ইনিটিএটিভ অর্থায়নে (বিপিআই) বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বিপিএ) বড়াল নদী পুনরুদ্ধারের বাস্তবায়ন কর্মসূচী পরিচলনা করছে। টিএসডিএস এর নির্বাহী পরিচালক রায়হান আলী এর সভাপতিত্বে বড়াল রক্ষা আন্দোলন এর সদস্য সচিব এসএম মিজানুর রহমান বলেন, চারঘাট উপজেলা সুইজ গেইট অপসারনে নাটোর, পাবনাসহ বিভিন্ন জেলার বড়ার নদীগুলো পুনরুদ্ধার করা সম্ভব। পদ্মা নদীর প্রবাহিত পানি সঠিক সময়ে প্রবেশ না করার কারনে অনেক নদী এখন মরুভমীতে পরিণিত হয়েছে। বর্তমান সরকারসহ স্থানীয় সচেতন জনগনের উদ্যোগে এই নদী রক্ষা করা সম্ভব।

বর্তমান সরকার ইতোমধ্যে নদী পুনরুদ্ধারের বিষয়ে বড় একটি প্রজেক্ট হাতে নিয়েছেন। যার বাস্তবায়ন কর্মসূচী অচিরেই শুরু হতে যাচ্ছে। তদুপরি নদী বাচাও আন্দোলন নিয়ে যে সকল সংস্থা কাজ করে যাচ্ছে তাদেরকে সঠিক পথ অবলম্বনে অগ্রসর হওয়ার পরামর্শ দিয়েছেন ইউএনও।

এসময় টিএসডিএস সহকারী পরিচালক মাহামুদা বেগম গিনি, বড়াল রক্ষা আন্দোলন এর সদস্য জাহাঙ্গীর আলম, হেলালুর রহমানসহ বিদেশি টুরিষ্ট, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এনজিও প্রতিনিধি বৃন্দ এই মতবিনিময় সভায় অংশ গ্রহন করেছে।

পিবিএ/ও/হক

আরও পড়ুন...