ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স’র মৌন প্রতিবাদ

পিবিএ,গাইবান্ধা: নুসরাতসহ সারাদেশে শিশু ধর্ষণ নির্যাতন ও হত্যা বন্ধ এবং দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মৌন প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে ডিবি রোড়ে বাংলাদেশ শিশু একাডেমি গাইবান্ধা, প্লান ইন্টারন্যাশনাল, সেভ দ্যা চিলড্রেনে সহযোহিতায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা এই প্রতিবাদের আয়োজন করে।
এই সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) জেলা কমিটির সভাপতি মেহেদী হাসান অন্তর, সহ-সভাপতি তাসকিনা জামান তমা, যুগ্ন সাধারণ সম্পাদক মনিরা ফেরদৌস, শিশু গবেষক ফররুক আহম্মেদ, শিশু সাংবাদিক সানজিনা আক্তার সোনিয়া, চাইল্ড পার্লামেন্ট মেম্বার মোঃ মেহেদী হাসান, জেলা ভলান্টিয়ার শ্রাবণী রহমান ও মনির হোসেন মিলন প্রমুখ।

মৌন প্রতিবাদে ঘন্টব্যাপী বিভিন্ন স্কুলের শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এই প্রতিবাদ শেষে তার পায়ে হেটে জেলা প্রশাসক কার্যালয়ে যায়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে দিনদিন শিশুর প্রতি সহিংসতা এবং নির্যাতন বেড়েই চলেছে। পত্র-পত্রিকা খুললেই শিশু নির্যাতন এবং শিশুর প্রতি সহিংসতা খবর আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এসব নির্যাতনের খবর দেখে আমরা শিশুরা আতংকিত হয়ে পড়েছি। ২০১৮ সালের জানুয়ারি হতে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত খবর থেকে আমরা দেখেছি ৫২৭ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। আর এ বছর জানুয়ারি হতে মার্চ পর্যন্ত ১৪৫ জন ধর্ষণ ও ৪১৪ জন শিশু অন্যান্য নির্যাতনের শিকার হয়েছে। বিগত বছরের তুলনায় এ বছর প্রথম তিনমাসেই শিশু ধর্ষণ আরো বেড়েছে।

সম্প্রতি নুসরাত হত্যাকান্ড যেন মধ্যযুগের বর্বরতাকেও হার মানায়। নুসরাত হত্যার ভয়াবহতা ও নির্মমতা আমাদেরকে আতংকিত করে তুলেছে। আমরা দেখেছি শিশু ধর্ষণ ও শিশু নির্যাতন রোধে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির রায় হলেও তার যথাযথ বাস্তবায়নের অভাব। আমরা ৬৪ জেলার সকল শিশুদের পক্ষ থেকে নুরসরাতসহ এ পর্যন্ত ঘটে যাওয়া সকল শিশু নির্যাতন ও ধর্ষণের তীব্র নিন্দা জীবনের নিরাপত্তা প্রদান করার জন্য আপনার নিকট বিশেষভাবে অনুরোধ করছি। ধর্ষক এবং জরিত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

পরিশেষে বাংলাদেশের সকল শিশুর পক্ষ থেকে দেশে নুসরাতের হত্যাকান্ড, অন্যান্য শিশু ধর্ষণ ও নির্যাতন বন্ধসহ এহেন অপরাধে জরিত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের বিনীত অনুরোধ করছি।

পিবিএ/এসএইচ/হক

আরও পড়ুন...