পিবিএ,ডেস্ক :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের যুক্তরাজ্যের একটি ব্যাংকে থাকা তিনটি হিসাব জব্দ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ ব্যাংক হিসাব জব্দের এ আদেশ দেন। তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের ওই হিসাবগুলো জব্দ করার জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে একটি পারমিশন মামলা করা হয়। ওই মামলার শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এসব তথ্য নিশ্চিত করেছেন। ওই দম্পতির জব্দ হওয়া ৩টি ব্যাংক হিসাবই যুক্তরাজ্যের Suntander Bank Uk-এর।
দুদকের প্রসিকিউশন সূত্র জানায়, আদালতের দেয়া জব্দের এ আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যুক্তরাজ্যের অ্যাটর্নি জেনারেল দফতরে পাঠানো হবে। সেখানে অ্যাটর্নি জেনারেল অফিস সংশ্লিষ্ট ব্যাংকে এটি পাঠিয়ে আদেশ কার্যকর করবেন।
পিবিএ/হাতা