হাতিরঝিল থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

পিবিএ,ঢাকা : রাজধানীর হাতিরঝিল থেকে অজ্ঞাতনামা একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পাঠায় হাতিরঝিল থানা পুলিশ।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের খবরে রামপুরা ব্রিজ সংলগ্ন হাতিরঝিলের প্রথম ব্রিজের নিচে লেক থেকে অজ্ঞাত ওই লাশ উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায়, হাতিরঝিল থানার এসআই খাইরুল ইসলাম সুরতহাল তৈরি শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

সুরতহাল প্রতিবেদনের বরাতে এসআই শরিফ বলেন, ওই যুবকের শরীরে কোনো পরিধেয় বস্ত্র ছিল না। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। স্থানীয়রা বলছেন, ওই ব্যক্তি ভবঘুরে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

পিবিএ/হাতা

আরও পড়ুন...