পাবনায় মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার; দু’পক্ষের পাল্টাপাল্টি মিছিল

 

পিবিএ,পাবনা: পাবনার বেড়া উপজেলার নগরবাড়ী এলাকার বসন্তপুর গ্রামে শুক্রবার(১৯ এপ্রিল) সকালে রাজিয়া খাতুন(৬৫) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের সামাদ সেখের স্ত্রী। ওই গ্রামে বিবাদমান দু’ গ্রুপ এটাকে পরিকল্পিত হত্যাকান্ড বলে পরস্পরকে দায়ি করে বিক্ষোভ মিছিল করেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে ময়নাতদন্তের আগে হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

পুলিশ ও স্থানীয়রা জানান, নগরবাড়ী এলাকার বসন্তপুর গ্রামে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) প্রভাব বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে প্রভাবশালী দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের এক পক্ষে রয়েছেন উপজেলার জাতসাখিনী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য কাওসার আহমেদ ওরফে পলাশ আর অপরপক্ষে রয়েছেন রুস্তম আলী। দীর্ঘ দিন ধরে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে তাদের বিরোধ চলে আসছে।

ওই সংঘর্ষে ইউপি সদস্য কাওসার আহমেদ ওরফে পলাশ এর পক্ষের লোক হিসেবে নিহত বৃদ্ধার ছেলে সাইদুল অংশ নেয়। সংঘর্ষের পর প্রতিপক্ষ ও পুলিশী অভিযানের ভয়ে সে বাড়ি থেকে আত্মগোপন করে। সারারাত সে বাড়ি ছিল না। এরই মধ্যে সকালে তার মায়ের ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। এতে তার গ্রুপের লোকজন বিক্ষুদ্ধ হয়ে ওঠেন। তারা অভিযোগ করে জানান, প্রতিহিংসাবসত রুস্তম আলী গ্রুপের লোকজন বৃদ্ধার ছেলে সাইদুল কে না পেয়ে তার বৃদ্ধা মাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। ইউপি সদস্য কাওসার আহমেদ ওরফে পলাশ গ্রুপের লোকজন প্রতিপক্ষকে দায়ি করে সকাল ১০টার দিকে নগরবাড়ী ঘাটে বিক্ষোভ মিছিল বের করেন।

এর কিছু সময় পর এ বৃৃদ্ধার ছেলে সাইদুল কে নিজেদের গ্রুপের বলে দাবি করেন রুস্তম আলী গ্রুপের লোকজন। তারা এটাকে ইউপি সদস্য কাওসার আহমেদ ওরফে পলাশ গ্রুপের দ্বারা সংঘটিত হত্যাকান্ড বলে দাবি করে বিক্ষোভ মিছিল বের করেন। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

ইউপি সদস্য কাওসার আহমেদ ওরফে পলাশ জানান, ২-৩ দিন আগে রুস্তম গ্রুপের লোকজন ওই বৃদ্ধা মহিলাসহ কয়েকজনের বাড়ি গিয়ে হুমকি দিয়েছিল। এ নিয়ে আমিনপুর থানায় পুলিশের কাছে অভিযোগ দেয়া হয়েছিল। তিনি জানান, পুলিশের কাছে অভিযোগ জানানোর জন্য ক্ষুদ্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন এ হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারে বলে তাদের ধারণা।

আমিনপুর থানার ওসি(তদন্ত) এসএম মঈন উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠান হয়েছে। তিনি জানান, রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে হত্যা না আত্ম হত্যা। তিনি জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

পিবিএ/এআই/হক

আরও পড়ুন...