পিবিএ,নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে চিত্রকর এসএম আলী আজগর রাজার প্রকাশিত হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ ‘‘ ইতি-নাই থেকে ইতনা’’ ও চিত্রকর নারায়ন চন্দ্র বিশ্বাসের প্রকাশিত ‘‘মা’’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়ছে। একই সাথে বাঙালির ইতিহাস ঐতিহ্য; বাংলা কবিতা ও আবৃত্তি ভাবনা’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) দিনব্যাপী ইতনা গ্রামের ফাতেমা মঞ্জিল চত্বরে প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা।
চিত্রকর নারায়ন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে চিত্রকার আলী আজগর রাজার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, সহকারী কমিশনার (ভূমি) এমএম আরাফাত হোসেন, বাংলাদেশ কবি সংসদ, কবি ও গবেষক সৈয়দ হাসমত আলী, জেলা শিল্পকলা একাডেমির লোকজ শিল্পী সমন্বয় পরিষদের সহ-সভাপতি কবি এম আল ইমরান, বিশেষ আলোচক কোলকাতার কাজী সব্যসাচী পুরষ্কারপ্রাপ্ত আবৃত্তি শিল্পী সেলিম রুবানি বিশ্বাস পশ্চিমবঙ্গের কবি ও গবেষক রমা সিমলাই, ফরিদপুরের সরকারী আইনউদ্দিন কলেজের সহযোগী
অধ্যাপক ড. মুহম্মদ আবদুল ওয়াদুদ, কবি ও কথাশিল্পী হামিদ কায়সার, কবি ও কথাশিল্পী অমিতাভ মীর, যশোর সরকারি সিটি কলেজের সহযোগী অধ্যাপক ড. সবুজ শামীম আহসান, বাচিক শিল্পী অধ্যাপক জেসমিন বানুু, বাচিক শিল্পী শ্রাবণী সুর প্রমুখ।
দিনব্যাপী এই অনুষ্ঠানে যশোরের কবি হোসাইন নজরুল হক, অশোক কুমার বিশ্বাস , শফিক শিমু, নড়াইলের কবি আবুবক্কার, আয়ুব আলীসহ পাশ্ববর্তী কয়েক জেলা থেকে আসা কবি-সাহিত্যিকরা কবিতা আবৃত্তি করেন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পিবিএ,এসআই/হক