কোম্পানীগঞ্জে গৃহবধুর লাশ উদ্ধার, আটক ২

রহমত উল্যাহ, কোম্পানীগঞ্জ, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে শারমিন আক্তার রিতু(২০) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে গৃহবধু শারমিন আক্তার রিতুকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায় স্বামী। এসময় শ্বশুর আবুল কালাম কালু ও শাশুড়িকে জনতা ধরে আটকে রাখে এবং পুলিশে সোপর্দ করে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মুমূর্ষু অবস্থায় রিতুকে তার শ্বশুর বাড়ীর লোকজন হাসপাতালে এনে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক রিতুকে মৃত ঘোষনা করে। গৃহবধুর পরিবারের দাবী স্বামী শ্বশুর মিলে মেয়েটিকে মেরে আত্মহত্য বলে চালিয়ে দিতে চাচ্ছে।

উল্লেখ্য, গৃহবধু রিতু চরফরিকার ইউনিয়নের ফখরুল ইসলাম সবুজের মেয়ে। ২ বছর আগে গৃহবধু রিতুর বিয়ে হয় একই ইউনিয়েনের প্রবাসি মোশারফ হোসেন বাহাদুরের সাথে। গত ২২ দিন আগে স্বামী বাহাদুর প্রবাস থেকে আসে। এরপরই গৃহবধুর উপর নানা অযুহাতে চলে নির্যাতন।
কোম্পানীগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বিকার করে পিবিএ’কে বলেন, “লাশ উদ্ধার করা হয়েছে, ময়না তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পিবিএ/হক

আরও পড়ুন...