চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফেনসিডিল উদ্ধার

পিবিএ,চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা বর্ডার গার্ড ব্যাটলিয়ন বিজিবি’র অভিযান চালিয়ে ২৪ হাজার টাকার ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার সকালের দিকে অভিযান চালিয়ে উদ্ধার করে বিজিবি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, বিজিবি’র দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা দামুড়হুদার ইশ্বরচন্দ্রপুর মাঠ থেকে ৬২ বোতল ভারতীয় ফেন্সিডিল পরিক্তত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত ভারতীয় ফেনসিডিলের আনুমানিক মূল্যে ২৪ হাজার টাকা বলে বিজিবি জানান।

পিবিএ/টিটি/হক

 

আরও পড়ুন...