সফল সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করলো উত্তরা প্রেসক্লাব সোসাইটি

পিবিএ,ঢাকা: নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বৃহস্পতিবার সফলভাবে উদযাপন করা হলো উত্তরা প্রেসক্লাব সোসাইটির সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত সংর্বধনা উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন আয়োজন করে উত্তরা প্রেসক্লাব সোসাইটি।

প্রেসক্লাবের সভাপতি রাসেল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে থাকেন উত্তরা প্রেস ক্লাব সোসাইটির প্রধান পৃষ্টপোষক ও ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান,অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, উত্তরা প্রেসক্লাব সোসাইটির অন্যতম পৃষ্টপোষক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড কাউন্সিলার আলহাজ্ব আফসার উদ্দিন খান, অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকেন, নবনিযুক্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুর রহমান, ৫২ নং ওয়ার্ড কাউন্সিলার ফরিদুর রহমান, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলার আলহাজ্ব মোহাম্মদ নাছির উদ্দিন, ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলার সফিকুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন, উত্তরখান থানা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশুতোষ দত্ত, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা তাইজুল ইসলাম জজ মিয়া, উত্তরা লুবানা হসপিটালের পরিচালক মুসলিম খান, তুরাগ থানা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম, তুরাগ থানা কৃষকলীগের সাধারন সম্পাদক রিপন হোসেন, উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি বিপুল, তুরাগ থানা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মরতবা বিন উমর সাথীল, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন প্রমুখ।

উত্তরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান সাংগঠনিক উপদেষ্টা বদরুল আলম মজুমদারের সঞ্চালনায় স্বগত বক্তব্য দেন, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আশরাফ হোসেন ডালী। আলোচনা সভা শেষে আনন্দঘন পরিবেশে নবনিযুুুুক্ত কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান করা হয়।

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যো দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।

উল্লেখ্য, উত্তরা প্রেসক্লাব সোসাইটি প্রতিষ্ঠিত হয় ২০১৪ সালের ১৬ ডিসেম্বর ।

পিবিএ/জেআই

আরও পড়ুন...

preload imagepreload image