পা হারানো নিপার সংযোজন করা হবে কৃত্রিম পা


পিবিএ,যশোর: যশোর শার্শার সড়ক দুর্ঘটনায় পা হারানো মেধাবী স্কুলছাত্রী মিফতাহুল জান্নাত নিপা ধিরে ধিরে সুস্থ্য হয়ে উঠছে। সে এখন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সর্ব শেষ গত ৯ এপ্রিল যশোর জেনারেল হাসপাতালে নিপার ডান হাত ও বাম পায়ের গোড়ালি সফল অস্ত্রপচার সম্পন্ন হয়েছে।

এদিকে হাসপাতালের অর্থো সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. গোলাম ফারুক জানিয়েছেন,‘নিপার বর্তমান অবস্থা উন্নতির দিকে। তার ক্ষত গুলো শুকাতে শুরু করেছে এবং ডান হাত ও বামপায়ের সফল অপারেশন হয়েছে। আগামী এক মাসের মধ্যে সে স্বাভাবিক জীবনে ফিরে আগের মত কৃতিম পা দিয়ে চলাফেরা করতে পারবে।

অপর দিকে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.আবুল কালাম আজাদ জানিয়েছেন, নিপার যাবতীয় খরচ হাসপাতাল ও জেলা প্রশাসক বহন করছেন। বাদেও রোগীর স্বজনদের কাছে বিভিন্ন রানৈতিক ও সামাজিক সংগঠন কিছু অর্থ অনুদান দিয়েছে। যা তার মেয়ের ওষুধের জন্য খরচ করেছেন।তিনি আরও বলেন নিপা’র কৃতিম পা লাগানোর জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। এর যাবতীয় খরচ জেলা প্রশাসক মহোদয় ও কিছু টাকা স্বাজনরা বহন করবেন। ইতি মধ্যে মেয়ে ও তার পিতা-মাতার পাসপোর্ট তৈরী করা হয়েছে। পাসপোর্ট হাতে পেলে ও নিপা আর একটু সুস্থ্য হয়ে উঠলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।তখন পরিবারের সদস্যরা তাকে বিদেশে নিয়ে উন্নত মানের কৃতিম পা তার ডান পায়ের হাটুতে সংযোজন করতে পারবে। এর পরে কৃত্রিম পা নিয়ে নিপা আবার তার স্বাভাবিক জীবন যুদ্ধে নামতে পারবে বলে আশা প্রকাশ করেছেন।

উল্লেখ্য যে,গত ২০ মার্চ স্কুলে যাওয়ার পথে পল্লী বিদ্যুতের একটি পিকআপ গাড়ির চাপায় গুরুতর আহত হয় নিপা। পরে তাকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তার ডান পা রক্ষা করতে না পেরে কেটে ফেলতে বাধ্য হন। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশের পর নিপার উন্নত চিকিৎসার জন্য এগিয়ে আসেন জেলা প্রশাসক আব্দুল আওয়ালসহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

মিফতাহুল জান্নাত নিপা শার্শার দক্ষিণ বুরুজবাগান গ্রামের রফিকুল ইসলাম ও মাতা মুসলিমা বেগমের এক মাত্র বড় মেয়ে ও বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনির মেধাবী বৃত্তি প্রাপ্ত ছাত্রী।

আহতের পিতা রফিকুল ইসলাম বলেন,‘তাঁর মেয়ে এখন আগের তুলনায় আনেক ভালো।এখন সে উঠে নিজের বার্থরুম করতে পারে।ডান হাত ও বাম পায়ের সফল অপারেশন এখানেই চিকিৎসকরা করেছেন।এখন কাটা ডান পায়ে কৃত্রিম পা সংযোজন করতে হবে।সে জন্য জেলা প্রশাসক মহদয় সহযোগীতা করছেন।পাসপোট হাতে পেলে এখান থেকে রিলিজ নিয়ে বিদেশে উন্নত পক্রিয়ায় নিপার পায়ে কৃত্রিম পা সংযোজন করা হবে।এতে যা খরচ হবে সেই টাকাও জেলা প্রশাসন থেকে দিবেন বলে তিনি জানিয়েছেন।

পিবিএ/জেএইচ/এমএসএম

আরও পড়ুন...