আখাউড়া-আগরতলা সড়কে ঝুঁকিপূর্ণ ব্রীজে যানবাহন চলাচল

আখাউড়া-আগরতলা আর্ন্তজাতিক সড়কে খালের উপর নির্মিত  একটি গুরুত্বপূর্ণ বেইলী  ব্রীজ দীর্ঘ দিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে আছে
আখাউড়া-আগরতলা ঝুঁকিপূর্ণ ব্রীজ

পিবিএ,ব্রাহ্মণবাড়িয়া: আখাউড়া-আগরতলা আর্ন্তজাতিক সড়কে খালের উপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ বেইলী ব্রীজ দীর্ঘ দিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে আছে। এই ঝুঁকিপূর্ণ ব্রীজের উপর দিয়ে নিত্যদিন চলাচল করছে ছোটবড় বিভিন্ন প্রকার যানবাহন।

বর্তমানে ব্রীজের যে অবস্থা হয়ে আছে যে কোন সময় ধ্বসে বড় ধরনের দুর্ঘটনা ঘটনার ঘটতে পারে। সে সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়ার পাশাপাশি বন্ধ হয়ে যেতে পারে আখাউড়া স্থল বন্দরের আমদানি রফতানি কার্যক্রম। ব্রীজটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের।

জানা যায়, আখাউড়া-আগরতলা আর্ন্তজাতিক সড়কের উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজিরবাজার এলাকার জাজির খালের উপর বড় একটি স্টিলের বেইলী সেতু ব্রীজ রয়েছে। তবে বিগত বন্যায় ব্রীজের নিচের বড় একটি স্টিলের পিলার পানির স্রোতে ভেসে যায়।

সে সাথে ব্রীজের দু’পাশের কিছু স্থানে মাটি ও সরে যাচ্ছে। এদিকে সড়ক ও জনপথ বিভাগ এই ব্রীজটিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ১০ টনের অধিক যান চলাচল নিষেধ করা সত্বেও অবাধে অতিরিক্ত বোঝাই অধিক যান চলাচল করছে। ফলে ব্রীজের যে অবস্থা যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে।

ট্রাক চালক মো. কুদ্দুস মিয়া বলেন প্রতিদিন এই সড়ক দিয়ে শতশত ট্রাক, ট্রাক্টর সিএনজিসহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করছে। বর্তমানে এই ব্রীজটি খুবই ঝুকিপূর্ণ থাকায় যানবাহন নিয়ে আসা যাওয়া করতে খুবই ভয় লাগে।

ট্রাক চালক মো. সানু মিয়া বলেন , সড়ক পথে আখাউড়া স্থল বন্দরে মালামাল নিয়ে প্রায় আসা যাওয়া করতে হয়। যখন মালামাল নিয়ে এই ব্রীজে উঠলে সেটি কাপতে থাকে তখন খুবই ভয় করে। আল্লাহর নাম জবতে জবতে ব্রীজটি পার হয়।

আখাউড়া স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, আখাউড়া-আগরতলা আর্ন্তজাতিক এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। ব্রীজের স্টিলের পিলার বন্যায় ভেঙ্গে ভেসে যাওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।

এই ব্রীজটি দ্রুত সংস্কার না করলে যে কোন সময় বন্ধ হতে পারে আখাউড়া স্থল বন্দর। তাই তিনি দ্রুত ব্রীজটি সংস্কারের দাবি জানান।

পিবিএ/কেএমআই/আরআই

আরও পড়ুন...