মানিকগঞ্জের ঘিওরে ঘোড়ার গাড়িই একমাত্র চলাচলের ভরসা

পিবিএ,মানিকগঞ্জ: মানিকগঞ্জ ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নের ঘিওর ভায়া সিংজুরি, তিল্লী প্রায় ২০ টি গ্রামের চলাচলের একমাত্র সড়কের বেহাল অবস্থা। এখনোও মালামাল পরিবহনের জন্য ঘোড়ার গাড়িই একমাত্র ভরসা।

অবিশ্বাস্য হলেও সত্য যে, আধুনিক যুগে আমাদের বসবাস হলেও এখনও মূগল আমলের মতো এদেশের অনেক জায়গায় যান্ত্রিকতার ছোঁয়া লাগেনি। ফলে পুরানা যুগের যানবাহন ঘোড়ার গাড়িতে করেই মালামাল পরিবহন করতে হচ্ছে।

উপজেলার এলজিইডির মাধ্যমে পাওয়া রাস্তার দু’পাশ প্রশস্ত করে করার কাজটি নিয়ে ঠিকাদার তার অবহেলার কারনে উন্নীত করতে রাস্তার কাজে চরম ধীর গতি চলছে। এতে করে গত এক বছর ধরে সড়কে যানবাহন চলাচলে যাত্রীরা সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্ভোগের আরো মাত্রা যোগ হয়েছে বর্ষা মৌসুমের কারণে।

গত এক সপ্তাহের বৃষ্টির কারণে সড়কের পাশে পানি জমে আছে। বিষয়টি মোটেও আমলে নিতে চাইছেন না প্রশাসন বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা। ঈদুল আযহার পূর্বে সড়কের মধ্যে বাজার ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো সংস্কার না করলে চরম ভোগান্তি পোহাতে হবে এসব অঞ্চলের মানুষের। এলাকাবাসী এ দূর্ভোগ থেকে পরিত্রান চাচ্ছে।

উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ সাজ্জাকুর রহমান জানান, আমি রাস্তাটি পরিদর্শন করে এসেছি। ঠিকাদার রাস্তাটিতে ইতোমধ্যেই মাটি ফেলেছে। যদি কাজের মধ্যে কোনো গাফলতি থাকে তাহলে তাকে লিখিত ভাবে জানাবো। তার বিরুদ্ধে আমার উর্দ্ধতন কতৃপক্ষকে জানিয়ে সাতদিনের মধ্যে ব্যবস্তা নেওয়া হবে।

পিবিএ/এসআই/এমএস

আরও পড়ুন...