বড়পুকুরিয়ায় ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

 দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক গেট সংগলগ্ন রাস্তায় ট্রাক্টর ও মোটসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সামিউল ইসলাম (২৫) একজনের মৃত্যু
নিহত

পিবিএ,দিনাজপুর: দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক গেট সংগলগ্ন রাস্তায় ট্রাক্টর ও মোটসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সামিউল ইসলাম (২৫) একজনের মৃত্যু হয়েছে। জানা যায়, শনিবার সকাল ১০টায় বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভস্থ শ্রমিক সামিউল ইসলাম শ্বশুর বাড়ী পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলা ভবানীপুর থেকে মোটরসাইকেল যোগে তার কর্মস্থল বড়পুকুরিয়া আসছিলেন।

এসময় বিপরিত দিক থেকে একটি ট্রাক্টর যাওয়ার সময় তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক গেট সংগলগ্ন রাস্তায় মুখোমুখি সংঘর্ষে ঘটে। এতে ঘটনাস্থলেই সামিউল ইসলামের মৃত্যু হয়। নিহত সামিউল ইসলাম পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার ভালকা জয়পুর গ্রামের মৃত সামদুল ইসলামের ছেলে।

বড়পুকুরিয়া পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা সিরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১০টার দিকে কয়লা খনির শ্রমিক সামিউল ইসলাম শ্বশুর বাড়ী থেকে কর্মস্থলে আসার পথে তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক গেট সংগলগ্ন রাস্তায় ট্রাক্টর ও মোটসাইকেল মখোমুখি সংঘর্ষে ঘটে এতে ঘটনাস্থলে সে মারা যায়।

নিহত সামিউল ইসলাম বড়পুকুরিয়া কয়লা খনির ভুগর্ভস্থ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। পরে উভয় পক্ষ কোন প্রকার মামলা না করার প্রতিশ্রুতিতে সামিউল ইসলামের মরদেহ তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিবিএ/ডাব্লিউআইডি/আরআই

আরও পড়ুন...