পিবিএ,কুমিল্লা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলতে এবং তাদের সহযোগিতা করতে শনিবার কুমিল্লা সফর করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকাল ৮টায় বিএনপির মহাসচিব তার উত্তরার বাসা থেকে কুমিল্লার পথে যাত্রা শুরু করেন । যাত্রা পথে মির্জা ফখরুল বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের নির্বাচনী এলাকায় মোকাম ইউনিয়নের কাবিলায় পথসভা করেন। সেখানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথেকথা বলেন। এ সময় তিনি বলেন, নির্বাচনে ক্ষতিগ্রস্তদের নিয়ে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে। এ সফরে মির্জা ফখরুলের সাথে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ রয়েছেন।
বিকাল তিনটায় কুমিল্লা ১০ সংসদীয় এলাকার নোয়াগ্রামে ঐক্য ফ্রন্টের প্রার্থী মনিরুল হক চৌধুরী ও স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন তিনি ।
পিবিএ/এমএইচ/হক