ঢাকা মেডিকেল থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

পিবিএ,ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লক সংলগ্ন বাগান গেট থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর। তার পরনে ছিলো রঙিন ছাপার জামা। শনিবার বিকেলে শাহবাগ থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) রহিদুল ইসলাম পিবিএ’কে জানান, হাসপাতালের বাগান গেটের ভিতর থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় এখনও জানা যায়নি। তবে তাকে দেখে ভবঘুরে মনে হচ্ছে। ময়না তদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের পরই মৃত্যুর কারণ জান যাবে।

ওই বৃদ্ধার পরিচয় সনাক্তের জন্য পিবিআই ও কাজ করছে। বৃদ্ধার অাঙ্গুলের ছাপ নিয়েছে তারা।

পিবিএ/এইচএ/হক

আরও পড়ুন...